MRI Machine কী? কিভাবে কাজ করে জানুন

MRI Machine

MRI Machine কী? কিভাবে কাজ করে জানুন

MRI Machine
এম আর আই (MRI) কি? এম আর আই বা Magnetic Resonance Imaging হল, সবচেয়ে আধুনিক রোগ নির্ণয়কারী একটি পরীক্ষা, যার মাধ্যমে নির্দিষ্ট রোগ বা অস্বাভাবিক অবস্থা খুঁজে বের করতে মানব শরীরের অভ্যন্তরীণ অঙ্গের খুব স্পষ্ট ছবি (Image) নেওয়া হয়। এম আর আই পরীক্ষায় কোন ক্ষতিকারক বিকিরণ ব্যবহার করা হয় না ।

Dr. Raymond Damadian একজন বিজ্ঞানী। তিনি অনেক বছর চেষ্টা করে এমন একটি মেশিন তৈরি করার চেষ্টা করছিলেন, যা চৌম্বুককে ব্যবহার করে কোনো রকম ক্ষতি ছাড়ায় মানুষের শরীরকে স্কান করতে পারে।

কিছু স্নাতক ছাত্রদের সাথে তিনি একটি সুপার কন্টাক্ট টিম চৌম্বুক তৈরি করেছিরেন এবং এন্টিনার তারের একটি কুন্ডলীও তৈরি করেছিলেন। যেহেতু এই মেশিনে নিজেদের শরীরকে স্কান করার জন্য কোনো রুগী পাওয়া যায়নি।

তাই ড. ডামাডিয়ান নিজেই এই মেশিনের প্রথম রুগী হয়েছিলেন। আর তার শরীরে প্রথম টেস্টটা করার জন্য তিনি অনুমতি দিয়ে দেন। তিনি যখন প্রথম মেশিনের মধ্যে যান তখন কিছুই হয়নি। তাই ডামাডিয়ান হতাশ হয়ে গিয়েছিলেন।

কিন্তু তার এক সহকর্মী তাকে পরামর্শ দেন, যে মেশিনের জন্য হয়তো তার শরীরটা একটু বড় হচ্ছে। এরপর একটা স্নাতক ছাত্র মেশিনটার মধ্যে একবার চেস্ট করার জন্য নিজের ইচ্ছাতেই এগিয়ে আসেন।

৩ জুলাই ১৯৭৭ প্রথম MRI মেশিন কোনো মানুষের উপর পরিক্ষা করা হয়। প্রায় ৫ ঘন্টা সময় লেগেগিয়েছিল একটা ইমেজ ব্যবহার করার জন্য।

এই ঘটনার কয়েক দশকের মধ্যে Magnetic Resonance Imaging (MRI) চিকিৎসা ক্ষেত্রে ব্যপকভাবে বেড়ে গেছে। Multiple Sclerosis, Brain Tumors, Torn Ligaments, Cancer, Strokes ইত্যাদি নির্ণয় করার জন্য ডাক্তাররা MRI করার জন্য বলে।

মানুষের শরীরকে না কেটে মানুষের শরীরের মধ্যে দেখার সবথেকে ভালো প্রসেস হলো MRI স্কান। এখন প্রশ্ন হলো MRI Machine কী। চলুন জেনে নেওয়া যাক এম আর আই কি সেই সম্পর্কে। 

mri machine
Magnetic resonance imaging is a medical imaging technique used in radiology to form pictures of the anatomy and the physiological processes of the body. MRI scanners use strong magnetic fields, magnetic field gradients, and radio waves to generate images of the organs in the body.

MRI Machine কী

MRI Machine বা Magnetic Resonance Imaging হল, সবচেয়ে আধুনিক রোগ নির্ণয়কারী একটি পরীক্ষা, যার মাধ্যমে নির্দিষ্ট রোগ বা অস্বাভাবিক অবস্থা খুঁজে বের করতে মানব শরীরের অভ্যন্তরীণ অঙ্গের খুব স্পষ্ট ছবি (Image) নেওয়া হয়।

এম আর আই পরীক্ষায় কোন ক্ষতিকারক বিকিরণ ব্যবহার করা হয় না । এর আরো একটি বিশেষত্ব হলো রক্তনালি এবং হৃতপিন্ডের ইমেজিংও এমআরআই এর মাধ্যমে করা হয়।

একটা নরমাল এমআরআই ইমেজ বেসিকেলি আমাদের শরীরের যে সমস্ত পানির অণুগুলো মেশিন দ্বারা উৎপাদিত ও চৌম্বুক ক্ষেত্রের সাথে যুক্ত থাকে সেগুলোকে দেখায়।

তারসাথে মেশিনটা একটা শক্তিশালী রেডিও ফিকুয়েন্সি ওয়েব তৈরি করে যা মেগনেটিভ ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে থাকা অণুগুলোকে অল্প সময়ের জন্য একটু নড়িয়ে দেয়।

তারপর ঐ ক্ষুদ্র সময় পর আবারও অণুগুলো আগের স্টেটে ফিরে আসে। এই প্রক্রিয়ায় অণুগুলোকে থেকে যে শক্তি নির্গত হয় তাকে একটা কম্পিউটারের সাহায্যে Decode করে একটা ছবি তৈরি করা সম্ভব হয়। এখন জেনে নেওয়া যাক এমআরআই মেশিন কি কি পার্ট নিয়ে তৈরি হয় 

আরো পড়ুন>> এম আর আই কি কি রোগ নির্ণয় করে

Different Parts of MRI Machine

Magnets

MRI Machine এর সবথেকে গুরুত্বপূর্ণ কম্পোনেট হলো এর Magnets। একটা Hoge enter tube থাকে, যার মধ্যে রুগীকে ঢুকানো হয়।

আর ঐ টিউবের সামনে থেকে পেছন পর্যন্ত চৌম্বক লাগানো থাকে। hoge enter tube কে bore বলা হয়। তবে এর চৌম্বুক গুলো কোনো সাধারণ চৌম্বুক নয়।

চৌম্বুক গুলো প্রচুর ক্ষমতা থাকে আর magnetic field তৈরি করতে পারে। এই চৌম্বুকের ক্ষমতা মাপার জন্য একটা ইউনিটকে ব্যবহার করা হয়, যার নাম Tesla।

তবে আরো একটা ইউনিট আছে যাকে Gauss বলা হয় (1 tesla = 10,000 gauss)। বর্তমানে যে সমস্ত MRI মেশিন ব্যবহার করা হয় তাদের চৌম্বক গুলো 0.5 tesla থেকে 2.0 tesla পর্যন্ত চৌম্বুক তৈরি করতে পারে।

অথবা বলতে পারেন 5000 gaus থেকে 20,000 gaus পর্যন্ত। সাধারণত MRI মেশিনের তিন ধরনের magnets field থাকে।

আরো পড়ুন>> সিটি স্ক্যান খরচ কত বাংলাদেশ 

Three Types of Magnets

  1. Superconducting magnet 

Main magnets টি হলো superconducting magnet। Superconducting magnet এর চারেদিকে প্রচুর শক্তিশালী Magnetic field তৈরি হয়। 

  1. Gradient coils

দ্বিতীয় ম্যাগনেটিভ টি হলো Gradient Coils। এই gradient coils কে অপারেট করার জন্য খুব বেশি এনার্জি প্রয়োজন হয় না। এদের magnetic field 180 gauss থেকে 270 gauss এর মতো হয়।

অপরদিকে Gradient magnet টা ভ্যারিয়েবল ফিল্ড তৈরি করতে পারে। যার সাহায্যে রুগীর বডিকে বিভিন্ন পার্টে আলাদা করে স্কান করা যায়। 

  1. Body coils

Body coils মেশিনটির পেছনের দিকে থাকে , যা Radio waves তৈরি করে। আর এর সাহায্যে রুগীর শরীরে যে water molecules থাকে সেগুলোকে আলাদা করা হয়। এছাড়াও মেশিনটাকে করপোনেট করার জন্য একটা শক্তিশালী কম্পিউটার থাকে। 

আরো পড়ুন>> Vande Bharat Express ইঞ্জিন ছাড়া কিভাবে চলে

Powerful Computer

উপরের গুরুত্বপূর্ণ যন্ত্রগুলো ছাড়াও একটি শক্তিশালী কম্পিউটার থাকে। যার সাহায্যে কোনো রুগীকে bore এর মধ্যে ঢোকানোর পর তাকে Analyze করে। 

রুগীকে ঐ bore এর মধ্যে পায়ের দিক থেকে ঢুকানো হবে নাকি মাথার দিক থেকে ঢুকানো হবে সেটা ডিপেন্ড করে রুগীর শরীরের কোন জায়গায় স্কান করা দরকার তার উপর ভিত্তি করে। এই মেশিন গুলো প্রচুর পরিমানে ভারী হয়।

প্রায় ৪ থেকে ৭ টন কাছাকাছি। আর এই কারণেই কোনো MRI Machine হাসপাতালের নিচের ফ্লোরে থাকে। এদের ওজন শুধুমাত্র ঐ চৌম্বুক গুলোর কারণেই হয় না বরং এদের কুলিং সিস্টেমও অনেক বেশি ভারী হয়ে থাকে।

কারণ কয়েক হাজার Liquid Helium লাগে চৌম্বুক গুলো ঠান্ডা রাখার জন্য। Liquid Helium ঐ চৌম্বুক গুলোর তাপমাত্রা -269 degrees celsius রাখতে পারে।

এবার বোঝার চেষ্টা করা যাক এই MRI Machine গুলো আমাদের শরীরের স্কানকে কীভাবে করে। মানে এমআরআই মেশিন কীভাবে কাজ করে। 

আরো পড়ুন>> Mobile Phone দিয়ে ইউটিউবের ভিডিও ভাইরাল

MRI Machine কীভাবে কাজ করে

 MRI Machine
MRI Machine কী? কিভাবে কাজ করে জানুন

আমানের দেহে ৬০% পানি দিয়ে তৈরি। আর পানি Magnetic হয়। আমাদের দেহে যে বিলিয়ন বিলিয়ন পানির অণু আছে, সেগুলোর প্রত্যেকটার মধ্যে একটা অক্সিজেন এবং দুটো হাইড্রোজেনের অণু আছে। এদের একত্রে বিজ্ঞানের ভাষায় H2O বলা হয়। পরমাণুর কিছু অংশ Magnetic হিসেবে কাজ করে। 

Magnetic Resonance Imaging 

এর প্রথম ধাপ হলো শক্তিশালী চৌম্বুককে ব্যবহার করে রুগীর শরীরের চারেদিকে একটা ইউনিফাইড ম্যাগনেটিভ ফিল্ড তৈরি করা।

এরপর Gradient coils টা বড় ম্যাগনেটিভ ফিল্ডকে অ্যাডজাস্ট করে এবং রুগীর শরীরে বিভিন্ন ভাগে ভাগ করে নেয়। তারপর শরীরের যেই জায়গায় যতটা ম্যাগনেটিভ ফিল্ড দরকার সেটাকে অ্যাডজাস্ট করে নেয়।

যখন কোনো রুগী ম্যাগনেটিভ ফিল্ডের মধ্যে যায় তখন পাণির অণুগুলো ঐ ম্যাগনেটিভ ফিল্ডের সাথে একই রিডমে মুভ করে। আর যেগুলো মুভ করেনা সেগুলোকে বলা হয় Low eneroy water molicules।

এই মুভমেন্টটাকে MRI Machine Detent করতে পারে। এই মুভমেন্টটাকে Detent করে একটা সিগনাল Powerful Computer পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়। কম্পিউটার এই তথ্য কে ব্যবহার করে একটা ইমেজ বা একটা ছবি তৈরি করে।

একটা রুগীর শরীরে বিভিন্ন দিক থেকে এরকম ধরনের ছবি তুলে এমআরআই মেশিন 3D Picture তৈরি করে দিতে পারে। যার সাহায্যে ডাক্তাররা খুব সহজেই বলতে পারে যে রুগীর শরীরে কি আছে। 

কিছু পরামর্শ

অনেকেই বলতে পারেন যে MRI Machine ব্যবহার করার ফলে রুগীর কোনো ধরনের ক্ষতি হয় কিনা। এই বিষয়ে যেটা বলা হয়েছে সেটা হলো প্রথম থেকে, মানে MRI মেশিন যখন থেকে চালু হয়েছে তখন থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা যায়নি।

তবে MRI Machine স্কান করার সময় আপনাকে বা আমাকে সচেতন হতে হবে। মানে যখন আপনি স্কন করবেন তখন সাথে কোনো চৌম্বুক আকর্ষন করে এমন বস্তুকে সাথে রাখা যাবে না। 

শেষ কথা

এই ছিলো আমাদের আজকের প্রতিবেদন। MRI Machine কিভাবে কাজ করে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে যেটা আপনি এর আগে কখনো জানতেন না। প্রতিবেদনটি যদি ভালো লেগে থেকে তাহলে অবশ্যই আমাদের এই ওয়েব সাইটের সাথেই থাকবেন।

3 Comments on “MRI Machine কী? কিভাবে কাজ করে জানুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *