Metrorail Ticket বা মেট্রোরেলের টিকিট কিভাবে কাটতে হবে

Metrorail ticket

Metrorail ticket বা মেট্রোরেলের টিকিট কিভাবে কাটতে হবে

ঢাকার যানজটের ভোগন্তি কমাতে সবথেকে ব্যায়বহুল প্রকল্প মেট্রোরেল ব্যবস্থা। চলতি বছরে ডিসেম্বর মাসে দেশে প্রথম মেট্রোরেল সেবা চালু হয়েছে।

উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত MRT Line 6 এর সম্পূর্ণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চলু হচ্ছে।

আরো পড়ুন>> Google Map কিভাবে কাজ করে বিস্তারিত জানুন

বাংলাদেশে সর্ব প্রথম এই ইলেকট্রিক ট্রেনে থাকবে না কোনো ধরনের কাগজের টিকেট। কিভাবে ঢাকা Metrorail ticket কটতে হবে এবং কিভাবে প্রথম ইলেকট্রিক ট্রেনের অভিজ্ঞতা নেওয়া যাবে? সেই সম্পর্কে আলোচনা করা হবে Explain BN এর ওয়েবসাইটে।

Metrorail Ticket
Metrorail Ticket বা মেট্রোরেলের টিকিট কিভাবে কাটতে হবে

ঢাকা Metrorail Ticket

সবচেয়ে আধুনিক রেল ব্যবস্থায় ঢাকা মেট্ররেল তৈরি করা হয়েছে। তাই সকল যাত্রীর জন্য এই ট্রেনে ওঠা হবে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

প্রতিটি স্টেশনে ঢোকার পর ঠিক নিচের দেওয়া পিকচারের মতো দেখা যাবে। মেট্রোরেলে যাত্রা করার আগে এখান থেকে টিকেট কেটে যাত্রা শুরু করতে হবে।

Metrorail ticket
Metrorail ticket বা মেট্রোরেলের টিকিট কিভাবে কাটতে হবে

তবে প্রতিবার টিকেট কাটার ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে MRT Pass এবং Rapid Pass ব্যবহার করে যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবে।

মেট্রোরেলের টিকিট কাটার ধাপ

টিকেট কাটার জন্য প্রথমেই আপনাকে কাঙ্খিত গন্তব্য নির্বাচন করতে হবে। এর পর স্কিনে প্রদর্শিত টিকেটের মূল্য মেশিনের ভেতরে প্রবেশ করাতে হবে। খুরচা টাকা না থাকলেও কোনো সমস্য হবে না। মেশিন থেকে আপনার প্রাপ্ত বাকি টাকা ফেরত দেওয়া হবে।টিকেটের মূল্য পরিষদ করা হলে মেশিন থেকে একটি ইলেকট্রিক টিকেট বের হয়ে আসবে।

আরো পড়ুন>> পৃথিবী ধ্বংস হবে মৌমাছি ছাড়া বিস্তারিত জানুন

মেট্রোরেলের টিকিট কাটার পর

Metrorail Ticket বা মেট্রোরেলের টিকিট কিভাবে কাটতে হবে
Metrorail Ticket বা মেট্রোরেলের টিকিট কিভাবে কাটতে হবে

টিকেট কাটা হয়ে গেলে সরাসরি চলে যেতে হবে প্লার্টফর্মে। প্রতিটি প্লার্টফর্মে প্রবেশের আগে এই ধরনের গেট দেখতে পাবেন। এই গেটে ইলেকট্রনিক টিকেট প্রদর্শন করলে গেট আপনা আপনি খুলে যাবে। একটি টিকেট দিয়ে একজনের বেশি লোক এই গেট দিয়ে পার হতে পারবে না।

ট্রেনে ওঠা এবং নামা

ট্রেনে ওঠার জন্য প্রথমে লাইনে দাঁড়াতে হবে। এরপর কাংক্ষিত ট্রেনে উঠে যাত্রা শেষ করে একবার ব্যবহার যোগ্য ইলেকট্রিক টিকেটটি বহির গমন গেটে জমা দিতে হবে। যারা MRT Pass এবং Rapid Pass ব্যবহার করবেন তারা শুধু গেটে তাদের Pass দেখিয়েই চলে যেতে পারবেন।

আরো পড়ুন>> মেট্রোরেল ভাড়ার তালিকা

মেট্রোরেল ব্যবহারে সর্তকতা

মেট্রোরেল ব্যবহারে বেশ কিচু সর্তকতা অবলম্বন করতে হবে। এই বিষয়ে সুন্দর মতো নিয়ে কয়েকটি পয়েন্টের মাধ্যমে জানানো হলো।

১. মেট্রোরেল দেখার জন্য প্লার্টফর্ম থেকে ঝুঁকবেন না।

২. ট্রেনেট দরজায় কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না।

৩. ময়লা ফেলা যাবে না।

৪. ধুমপান করা যাবে না।

৫. খাবার খাওয়া নিষেধ।

৬. পানে পিক বা থুথু ফেলা নিষেধ।

৭. ভারী মালামাল পরিবহন করা নিষেধ।

৮. ফোনের লাউড স্পিকার ব্যবহার করা নিষেধ।

৯. পোষা প্রাণি ব্যবহার করা নিষেধ।

১০. ফেরি করা নিষেধ।

১১. অস্ত্র বহন করা নিষেধ।

১২. ভিক্ষা করা নিষেধ।

শেষ কথা

এই ছিলো আমাদের আজকের মেট্রোরেল সম্পর্কে বিস্তারিত আলোচনা। আশা করি এই প্রতিবেদনের মাধ্যমে কিভাবে মেট্রোরেলের টিকেট কাটতে হয় এবং কিভাবে ভ্রমণ করতে হয় সেই সম্পর্কে জানতে পেরেছেন।

আপনার মূল্যবান সময় ব্যায় করে প্রতিবেদনটি পড়ার জন্য অনকে ধন্যবাদ। নিয়োমিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে হলে আমাদের এই Explain BN ওয়েবসাইটের সাথেই থাকবেন।

3 Comments on “Metrorail Ticket বা মেট্রোরেলের টিকিট কিভাবে কাটতে হবে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *