Google Map কিভাবে কাজ করে বিস্তারিত জানুন
ম্যাপ বলতে আমি একটা কাগজের টুকরাকে বুঝতাম। যার সাহায্যে যে কোনো অচেনা জায়গায় যাওয়ার জন্য ম্যাপ কিভাবে রিড করতে হয় সেই সম্পর্কে একটা Knowledge হওয়া দরকার ছিলো। কিন্তু এভাবে আপনি কোন লোকেশনে যেতে চান বা যাচ্ছেন সেটা বোঝা যায় না।
এসব কিছু ফেলে বর্তমানে চলে আসুন। বর্তমানে গুগল ম্যাপের সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো জায়গাকে এতটা Zoom করে দেখতে পারেন, যে Apple ফোন কেনার জন্য কোন Location এ জেতে হবে আর Apple ফল কেনার জন্য কোন দোকানে জেতে হবে এটা খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তবে Google Map রাতারাতি এই অবস্থানে পৌছায়নি।

Google Map তথ্য
Google Map আজকের অবস্থানে আসতে অনেক সময় লেগেছে। এসবকিছু শুরু হয় যখন ২০০৪ সালে Google Where 2 নামে একটা কম্পানিকে acquire করে।
যারা একটা Idea বের করেছিলো ম্যাপ কে রিফ্রেস না করে স্ক্রল করে ম্যাপের আশেপাশে দেখা। কারণ সেই সময় digital Map এর আরো একটা কম্পানি ছিলো যার নাম ছিলো mapquest।
কিন্তু এদের ক্ষেত্রে বারবার রিফ্রেস করে দেখতে হতো ম্যাপকে। তা্প Google Map এর Technology টা সেই সময়ের দিক থেকে অনেক বেশি Advanced ছিলো। কারণ গুগল ম্যাপের ক্ষেত্রে রিফ্রেস করতে হতো না।
তবে সুন্দর একটা ইন্টারফেজ হচ্ছে গুগল ম্যাপকে সফল করতে পারবে না সেটা তারা জানত। ভাগ্য ক্রমে Google Map ছিলো একটা Data Company।
তাই তারা বিভিন্ন দেশের সরকারের সাথে কাজ করা শুরু করে। এই সময় তারা তথ্য কালেক্ট করতে শুরু করে যে একেকটা রোড কোন দিক থেকে, কোন অবস্থায় এক্সজেক্টলি কোন অবস্থানে আছে।
শুধু তাই নয় একেকটা রোডের দৈর্ঘ্য, প্রস্থ কি প্রজিশনে আছে এটাও তারা কলেক্ট করে। তবে অনেক ক্ষেত্রেই অনেক দেশের লোকাল সরকার তাদেরকে সাপোর্ট করতো না।
মাঝে মাঝে মনে হতো, যে তারা সাপোর্ট করতে চেতো কিন্তু প্রপার ডেটা তাদের সরকারের কাছেও থাকত না। একারণে Google Map লঞ্চ করে তাদের Street View।
অনেকে মনে করেন Google Street View রাস্তার কোন পাশে কি আছে তার একটা সাইড সিন করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু ব্যাপারটা এতটাও সিম্পল নয়।
আরো পড়ুন>> Google Map কিভাবে কাজ করে
Google Street View

Google Street View গুগল ম্যাপকে Chack করার জন্য ব্যবহার করা হয়। মানে যে ম্যাপটা তারা অলরেডি বানিয়ে ফেলেছে সেটা প্রপারলি সেভাবে আছে কি নেই এটা চেক করার জন্য Street View ব্যবহার করা হয়।
যদি কোনো আপডেট করার দরকার হয় তবে Street View সেই জায়গাতেও কাজে লাগে। Google Street View এর ক্ষেত্রে একটা গাড়ির ভেতরে লাগানো 360 Degree Camera রাস্তা দিয়ে চলতে থাকে এবং রাস্তার আশেপাশে ক্রমাগত ছবি তুলতে থাকে।
এর মধ্যে একটা AI Recognition System থাকে। এই Artificial Intelligence রাস্তার চারেদিকে যে সমস্ত সাইড থাকে সে সবকিছুকে কেপচার করে গুগলের সারভারে পাঠিয়ে দেয় এনালাইচ করার জন্য।
আর শুধুমাত্র রাস্তার Lane Position Traffic Restriction ই নয়। তারসাথে রাস্তার প্রপার অ্যাড্রেস, business Information, এমনই প্রপার সাইড গুলোকে এনালাইস করে এমন একটা ম্যাপ তৈরি করে, যা সবসময় আপনাকে সঠিক রাস্তাই দেখায়।
অনেক সময় একটু একটু ভুল হয়ে যেতে পারে। কারণ প্রতিটা এলাকা গুগল এখন পর্যন্ত স্কান করতে পারেনি। কিন্তু যে সমস্ত জায়গা গুগল স্কন করেছে সে সমস্ত জায়গায় গুগল সবসময় একেবারে প্রপার রাস্তায় আপনাকে বলে দিবে।
এমনকি সিঙ্গেল রাস্তাতেও আপনাকে ভুল দিক থেকে পাঠাবে না। গুগল ম্যাপের আরো একটা লেয়ার হলো প্রচুর পরিমাণ Satellite Data। যা তারা ২০০৪ সালে ইমেজিং সার্বিস কম্পানি Keyhole থেকে acquire করেছিলো।
এছাড়াও বিভিন্ন সরকারি সোর্চ থেকেও তারা ইমেজিং অর্জন করে থাকে। শুধু তাই তাই কোন বিল্ডিং এ কোন ফ্লোরে কি আছে সব আপনাকে দেখিয়ে দিবে যদি ঐ বিল্ডিং এর মালিক গুগলকে অনুমতি দেই।
এ সবকিছু ছাড়াও গুগল আপনার ফোনের জিপিএস কেউ ব্যবহার করে। মানে ধরুন কোনো রেস্টুরেন্ট আছে সেখানে কোন সময় বেশি মানুষের ভির হয় আর কোন সময় ফাকা থাকে এ সবকিছু গুগল আপনার জিপিএসকে ব্যবহার করে বুঝতে পারে।
সুতরাং আপনি গুগলে যে পরিমাণ ডেটা কালেক্ট করতে দেখছেন সেটা আসলেই অবাক জনক। তবে প্রশ্ন হলো এতো সমস্ত ডেটা একত্র করার পর গুগল তার মানেটা কিভাবে বের করে এবং আমাদের মাঝে উপস্থাপন করে।
আরো পড়ুন>> Google Maps অ্যাপে নেভিগেশন ব্যবহার করুন
অ্যালগরিদম এর মাধ্যমে
এটি মূলত বিভিন্ন অ্যালগরিদম এর সাথে জরিত। যা একটা কম্পানির সাথে গুগলের ভিত্তি তৈরি করে রেখেছে। এই অ্যালগরিদম গুলই যারা প্রচন্ড পরিমাণের কম্পেলেক্স এবং সেন্সেটিভ, এরা ঐ ডেটা গুলোকে ক্লিন করে।
কোনো অসঙ্গায়িত থাকলে সেগুলোকে খুজে বের করে, এবং প্রত্যেকটা জিনিসকে একে অপরের সাথে লিংক করে ব্যবহার যোগ্য করে তোলে।
উদাহরণ হিসেবে যখন কোনো সোজা রাস্তার বিভিন্ন চিহৃ গুলোকে স্কন করে তখন গুগলের অ্যালগরিদম ঐ রাস্তার সাইড গুলোকে দেখে রাস্তার নেটওয়ার্ক ব্যাখ্যা করে এবং বোঝার চেষ্টা করে।
একই সাথে পয়েন্ট A থেকে পয়েন্ট B পর্যন্ত যাওয়ার জন্য লোকেশন ডেটাকে ক্যালকুলেট করে বোঝার চেষ্টা করে যে কোন রাস্তা দিয়ে গেলে তারাতারি যাওয়া সম্ভব। তবে যদিও গুগল এই অ্যালগরিদমকে সবসময় ইনপ্রুভড করে।
তবে গ্রাউন্ড লেভেলে ডেটা ছাড়া এই অ্যালগরিদম কোনো ভাবেই কাজ করতে পারে না। তাই অ্যালগরিদম গুলোকে সাপোর্ট করার জন্য প্রচুর পরিমানে মানুষ গ্রাউন্ড লেভেলেও কাজ করে।
যদি গুগলের অ্যালগরিদম কোনো জায়গায় কোনো এরিয়াকে বুঝতে না পারে তখন তাদের একটা টিম গিয়ে ঐ এলাকাকে ম্যানোয়ালি সারভে করে দেখে।
বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তার কোনো বড় মোড়ে বা ইন্টারশেকশনে গাড়িগুলো কোন লজিকে কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেসব কিছু ম্যানোয়ালি গিয়ে রকর্ড করে আনে।
এসবকিছু করা বড় এবং পরিশ্রমের কাজ তাই গুগল যে সমস্ত দেখে অপরেট করে সেই সমস্ত দেশের প্রচুর লোক এই কাজের জন্য তাদেরকে সাহায্যও করে। প্রতিদিনই গুগল ম্যাপে অনেক চেঞ্জ হয়।
আরো পড়ুন>> পৃথিবী ধ্বংস হবে মৌমাছি ছাড়া বিস্তারিত জানুন
ধরুন নতুন জায়গা বা নতুন কোনো রাস্তা অ্যাড হওয়া কিংবা ম্যাপে কোনো ভুল ছিলো সেই ভুলটাকে সংসধন করা। তাই গুগলের এই প্রজেক্টটা কোনো দিনও শেষ হবে না।
তারা সবসময় নিজেরা নিজেদের সাথে লড়ায় করে নিজেদেরকে একুরেট এবং ইম্প্রুভড করার জন্য। আর গুগল ম্যাপের কাজ এখানেই শেষ হয়ে যাচ্ছে না।
কারণ ভবিষ্যতে যখন সেল্ভ ড্রাইভিং গাড়িগুলো রাস্তায় খুব কমন হয়ে যাবে, তখন তারা এই গুগল ম্যাপকে ব্যবহার করেই নিজেদেরকে ড্রাইভ করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে জাবে।
জেনে বা না জেনে আমরা গুগল ম্যাপ থেকে প্রতিদিন অনেক তথ্য নেই কম্পানির সরুম বা সার্ভিসিং সেন্টারের নাম জানা থেকে শুরু করে তাদের ফোন নাম্বার এবং কখন খোলা থাকে সেই সবকিছুর তথ্য আমরা গুগল ম্যাপ থেকে খুব সহজে পেয়ে যেতে পারি। আর গুগল ম্যাপের নিজের সাথে নিজের এই লড়ায় ভবিস্যতে আমাদের জন্য আরো বেশি অ্যাডভান্স করে দেবে।
আরো পড়ুন>> কোমল পানীয় কতটা ক্ষতিকর বিস্তারিত জানুন
শেষ কথা
এই ছিলো আমাদের আজকের প্রতিবেদন। আশা করি আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনি Google Map সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।
নিয়োমিত টেকনলজি এবং রহস্যময় প্রযুক্তি সম্পর্কে জনাতে হলে আমাদের এই সাইটের সাথেই থাকবেন। আপনার মূল্যবান সময় ব্যায় করে প্রতিবেদনটি পড়ার জন্য অনকে অনেক ধন্যবাদ। আর যে কোনো বিষয় সম্পর্কে জনাতে চাইলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন।
4 Comments on “Google Map কিভাবে কাজ করে বিস্তারিত জানুন”