Facebook Page বা ফেসবুক পেইজ সম্পর্কে কিছু তথ্য জানুন

ইউটিউবে আমরা যেই ভিডিও Uplode করি, সেই ভিডিও কি ফেসবুক পেইজেও আপলোড করতে পারব? ইউটিউবের মিউজিক কী ভেসবুক পেইজে ব্যবহার করতে পারবো?
কত ডলার জমার পর ফেসবুকের টাকা ব্যাংকে পাঠায়? আমরা যারা নতুন ফেসবুক মার্কেটিং করি, তাদের এই ধরনের প্রশ্ন সবসময় মাথায় ঘুরপাক খায়। তাই আজকের এই প্রতিবেদনে এই ৩টি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব।

1. YouTube এর ভিডিও Facebook Page এ আপলোড করা যাবে?
যদি সোজা ভাবে এক কথায় বলি, তাহলে অবশ্যই ইউটিউবে আপলোড করার ভিডিও ফেসবুকেও আপলোড করতে পারবেন। তবে যখন আপনি আপনার Same ভিডিওটা YouTube এ আপলোড করছেন, তখনই একই সময়ে সেই ভিডিওটা ফেসবুকে পেইজে আপলোড করুন।
অর্থাৎ একই সময় ভিডিওটা Publish করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবে আপনার ফেসবুকের যেই ভিডিওটা সেখানে যেন ইউটিউবের কোনো এনিমেশন না থাকে।
তারমানে হলো ইউটিউবে যেমন আপনি বলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেখানে সাবস্ক্রাইব এনিমেশন দেন, সাবস্ক্রাইব লেখাটা সেখানে দেন, ইউটিউবের বিভিন্ন বিষয় গুলো সেখানে দেন, সেই বিষয় গুলো আপনার ফেসবুকে না দেওয়ার চেষ্টা করবেন।
আরো পড়ুন>> ফেসবুকে অনলাইন ব্যবসা করার নিয়ম কানুন
এছাড়াও ইউটিউবের ডেসকিপশনে যেই লিংক দেন বা ভিডিওতে যেই লিংক গুলো দেন, সেগুলো ফেসবুকে না দেওয়ার চেষ্টা করবেন।
আর কপি রাইটের যেই বিষয় গুলো রয়েছে সেগুলো সম্পর্কে অবগত থাকতে হবে। তারমানে হলো ইউটিউবে যেই ভিডিওটি আপলোড করছেন সেম ভিডিও ফেসবুকেও আপলোড করতে পারবেন। শুধু মাত্র এই বিষয় গুলো জেনে শুনে আপলোড করতে হবে।
আরো পড়ুন>> MRI Machine কী? কিভাবে কাজ করে জানুন
YouTube এর Music ফেসবুকে ব্যবহার করা যাবে?
ইউটিউবের মিউজিক ফেসবুকের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তবে এটাকে আপনি ব্যবহার না করার চেষ্টা করবেন।
কারণ আমি এর আগে অনেক বার এটা লক্ষ করেছি, যে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে যদি আপনি আপনার ফেসবুক পেইজে আপলোড করেন, তাহলে কিছুদিন পর সেটা বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা দেওয়া থাকায় কপিরাইট আসবে।
কারণ সব দেশে কিন্তু একই মিউজিক কপিরাইট ফ্রি থাকে না। সুতরাং আপনি চেষ্টা করবে যদি আপনার ফেসবুক পেইজের জন্য কোনো ভিডিও আপলোড করেন, তাহলে সেই ভিডিওটার Brackgroud মিউজিক ফেসবুক অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন।
আরো পড়ুন>> Mobile Phone দিয়ে ইউটিউবের ভিডিও ভাইরাল
3. কত ডলার আয় করার পরে ফেসবুকের টাকা ব্যাংকে পাঠায়?
সর্বশেষে যেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হলো কত ডলার টাকা আয় করার পর ফেসবুক আপনার আয়কৃত টাকা ব্যাংকে পাঠাবে।
এই বিষয়টি অনেকেই বেশিরভাগ সময় জানতে চায়। এই বিষয়টি ইউটিউবের মতই। ১০০ ডলার আয় করার পর ব্যাংকে টাকা পাঠানো হবে।
আপনার একাউন্টে যখন ১০০ ডলার ক্রস করবে, অর্থাৎ ফেসবুকের Earning টা। সেটা এক মাসে বা এক সপ্তাহে হোক, প্রতিমাসে কিন্তু আপনাকে পেমেন্টটা করা হবে। Facebook Page
আরো পড়ুন>> ফেসবুক-সম্পর্কে-১০টি-অজানা-মজার-তথ্য
শেষ কথা
এই ছিলো আমাদের আজকের প্রতিবেদন। আশা করি এই পোস্ট থেকে আপনি Facebook Page এর গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের উত্তর জানতে পেরেছেন।
আপনার মূল্যবান সময় ব্যায় করে প্রতিবেদনটি পড়ার জন্য অনকে ধন্যবাদ। নিয়োমিত এমন গুরুত্বপূর্ণ পোস্ট পেতে আমাদের এই সাইটের সাথেই থাকবেন। ধন্যবাদ।
>> Facebook Page