BPL 2023 ৯ম আসরে অখ্যাত বিদেশি তরুণরা

BPL 2023

BPL 2023 ৯ম আসরে অখ্যাত বিদেশি তরুণরা

BPL 2023
BPL 2023 ৯ম আসরে অখ্যাত বিদেশি তরুণরা

একদিকে আরোব আমিরাত এবং দক্ষিণ আফ্রিকার ফ্রান্সচাইজিং চাপ অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। দুই দিকের চাপে এবারের BPL 2023 সালে বিদেশী ক্রিকেটার খুজে পাওয়ায় দায়।

বাধ্য হয়ে ফ্রান্সচাইজিরা সরণাপূর্ণ হলো পাকিস্থান, ইংল্যান্ড এর ঘরোয়া ক্রিকেটারদের দারে। খ্যাতিমান বিদেশী ক্রিকেটারকে না পেয়ে ফ্যান্সচাইজিরা কিনেছে অখ্যাতি কিছু ক্রিকেটার।

যাদের ভীরে কয়েকজন তরুণকে নিয়ে আছে মাতা মাতি। তাদের নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের প্রতিবেদনে।

আরো পড়ুন>> আবারও বাংলাদেশে আসছেন হাথুরু বিস্তারিত

 BPL 2023 অখ্যাত বিদেশি তরুণরা

এবারের বিপিএলে অনেকেই অখ্যাত বিদেশি ক্রিকেটার। তাহলে চলুন একনজরে জেনে নেওয়া যাক সেই অখ্যাত ক্রিকেটার সম্পর্কে

। নিচে তালিকা দেওয়া হলো-

১. খাজা নাফে

এবারের বিপিএল সহ বিগত সকল আসরের সবথেকে সারা জাগানো ক্রিকেটার খাজা মহাম্মদ নাফে। পাকিস্থানের গণমাধ্যমে অনেকটায় নিশ্চিত এবারের বিপিএলে তার ডাক পাওয়া নিয়ে।

পাকিস্থান জাতীয় কিংবা বয়স ভিত্তিক দল তো বটে, কখনো মাঠে নামা হয়নি তার। করাচি কিংস এর হয়ে ক্রিকেট খেল্লেও তার উপর ভিত্তি করে বিপিএলের মতো টুরনামেন্টে সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার।

তবে ডান হাতি এই ব্যাটম্যান এবারের বিপিএল ব্যাট হতে দুরুন খেলা দেখাবেন বলে চট্টগ্রামের সমর্থকদের।

২. উসমান খান

চট্টগ্রামের আরো একটি চকম উসমান খান। ডান হাতি এই ব্যাটার সর্বশেষ T10 এ বির্ধংশি ব্যাটিং করে নজর কেরেছেন চট্টগ্রামের ম্যাএনজমেন্টের।

আবুধাবির টি১০ এ ৭ ম্যাচে ২+ স্টায়িক রেটে ব্যাট করে করেছেন ২০০ রান। সাথে কুয়েটা হয়েও খেলেছেন বির্ধংশি ব্যাটিং। চট্টগ্রামের তণুদের মধ্যে ত্রুপের তাস হতে পারন এউ উসমান খান।

আরো পড়ুন>> BPL 2023 schedule and all team squad

৩. সালমান ইরশাদ

এবারের বিপিএলে ঢাকা দল গঠনে অনেকটাই পিছিয়ে। ব্যাটিং এর থেকে বেশি নজর দিয়েছে বোটলিং লাইনে। জাতীয় দলের দুই ক্রিকেটার তাসকিন এবং শরিফুল ইসলামকে দলেফিরিয়ে ঢাকা। সাথে নিয়েছে PSL এর দারুন পারফর্মার সালমান ইরশাদকে।

গতির সাথে ব্রেক থ্রু এতে দেওয়া ঢাকার প্লেয়িং একাদশে তার ভূমিকা রাখবে। ৩১টি টি-২০ ম্যাচে ১৬.৮ স্ট্রাইক রেটে ৩৭ উকেট সালমান ইরশাদের দক্ষতার প্রমান দেই।

৪. আরন জোন্স

বিগ বাজেটের দল গড়তে অভস্ত রংপুর রাইডার্স এখন মনোযোগ দিয়েছেন তরুণ তল গঠনে। এই জন্য অ্যামেরিকার অপেনার আরন জোন্সকে তারা এবার বিপিএলে দলে ভিরিয়েছে।

যুক্তরাষ্টের জাতীয় দলের পাশাপাশি CPL এর নিয়োমিত মুখ আরন জোন্স। এখন পর্যন্ত ১৯ ম্যাচে ১ ফিফটিতে ২৮৯ রান করেছেন আরন জোন্স।

কার্টিজ ক্যান্ফার

চট্টগ্রামের তরুণ ক্রিকেটারের মধ্যে নাম আসবে কার্টিজ ক্যান্ফারেও। দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার আয়ল্যান্ডের হয়ে খেলে থাকেন।

২০১৯ সালে অভিশেখ হওয়া ক্যান্ফার ছিলেন ২০২২ বিশ্বকাপ দলেও। যেখানে প্রথম পর্বের দ্বিতীয় ম্যাচে স্টকল্যান্ডের বিপক্ষে ৩২ বলে ৭২ রানের টনেডো ইনিংসেই জয়ের সাদ পায় আয়ল্যান্ড।

ডান হাতি মিডিল অডারে মারকুটে ব্যাটিং এর পাশাপাশি মিডিয়াম ফাস্ট বলিং এ পারদর্শী এই ক্রিকেটার।

শেষ কথা

এই ছিলো আমাদের আজকের প্রতিবেদন। আশা করি এই প্রতিবেদ থেকে আপনি BPL 2023 এর ৯ম আসরের অখ্যাত বিদেশি তরুণদের নাম সম্পর্কে জানতে পেরেছেন।

আপনার মূল্যবান সময় ব্যায় করে প্রতিবেদনটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নিয়োমিত এমন গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে হলে আমাদের এই Explain BN ওয়েবসাইটের সাথেই থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *