৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় হ্যান্ড নোট

রসায়ন ২য় অধ্যায়

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় হ্যান্ড নোট

পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং এরা স্থান দখল করে। চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, বাতাস-এই সবগুলোই এক একটি পদার্থ। সকল পদার্থই কঠিন, তরল ও গ্যাসীয়-এ তিন অবস্থাতেই থাকতে পারে।

এ তিন অবস্থাতেই প্রত্যেক পদার্থের নিজস্ব কিছু ধর্ম ও বৈশিষ্ট্য দেখা যায়। এ বিষয় গুলো নিয়েই এ অধ্যায়ের আলোচনা। এই অধ্যায়টির নাম পদার্থের অবস্থা।

রসায়ন ২য় অধ্যায়
৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় হ্যান্ড নোট

এ অধ্যায়ে আমরা জানতে পারব

১. কণার গতিতত্ত্বের সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারব।

২. কণার গতিতত্ত্বের সাহায্যে ব্যাপন ও নিঃসরণ ব্যাখ্যা করত পারব।

৩. পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারব।

৪. তাপমাত্রা বৃদ্ধিতে ব্যাপন হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখাতে পারব।

৫. কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া বর্ণনা করতে পারব।

৬. কঠিন পদার্থের গলন ও ঊর্ধ্বপাতন এবং তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে দেখাতে পারব।

৭. প্রকৃতিতে সংঘটিত বাস্তব ঘটনা রসায়নের ‍দৃষ্টিতে বিশ্লেষণে আগ্রহ প্রদর্শন করতে পারব।

৭. রাসায়নিক দ্রব্য ও থার্মোমিটার সঠিকভাবে ব্যবহার করতে পারব।

 

আরো পড়ুন>> পদার্থের অবস্থা-রসায়ন দ্বিতীয় অধ্যায় নোট

 

কিছু কথা

এই ছিলো আমাদের আজকের প্রতিবেদন। আশা করি প্রতিবেদনটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পেরেছেন। আপনার মূল্যবান সময় ব্যায় করে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ।

টেগ

৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায়

রসায়ন ২য় অধ্যায়

One Comment on “৯ম ও ১০ম শ্রেণির রসায়ন ২য় অধ্যায় হ্যান্ড নোট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *