আবারও বাংলাদেশে আসছেন হাথুরু বিস্তারিত

বাংলাদেশে আসছেন হাথুরু

আবারও বাংলাদেশে আসছেন হাথুরু বিস্তারিত

চণ্ডিকা হাথুরুসিংহা আবারো আসছেন বাংলাদেশ। তাকে সবাই করা হেডকোস বলে ডাকতো। তবে কঠোর হওয়ার জন্য অনেক কাছে তিনি ছিলেন অপছন্দের।

রাসেল ডোমিঙ্গ পদত্যাগ করায় আবার ফিরতে পারেন চণ্ডিকা হাথুরুসিংহা । কি কি কারণে তাকে আবাও বাংলাদেশে হেড কোচ হিসেবে ফেরানো হবে সেটা নিয়ে আলোচনা করা হবে আজকের প্রতিবেদনে।

>> আবারও বাংলাদেশে আসছেন হাথুরু বিস্তারিত

বাংলাদেশে আসছেন হাথুরু
আবারও বাংলাদেশে আসছেন হাথুরু বিস্তারিত

২০১৪ সালে বাংলাদেশে কোচ হিসেবে নিয়োগ পান হাথুরু এবং ২০১৭ সালে পদত্যাগ করে। তখন ছিলেন বিশ্বের তৃতীয় পারিশ্রমিক পাওয়া কোচ।

পদত্যাগ করার পর শৃলঙ্খার কোচ হয়েও সুবিধা করতে পারেন নি তিনি। তখন পাড়ি জমান পুরোনো ঠিকানায় নিউ সাউথ ওয়েলস। অস্ট্রেলিয়া থেকে আবারো তাকে আনা হতে পারে বাংলাদেশে। তার আগে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক তার পরিসংখানে।

আরো পড়ুন>> Google Map কিভাবে কাজ করে বিস্তারিত জানুন

চণ্ডিকা হাথুরুসিংহা পরিসংখান

বাংলাদেশে আসছেন হাথুরু
আবারও বাংলাদেশে আসছেন হাথুরু বিস্তারিত

চণ্ডিকা হাথুরুসিংহা এর অধিনে বাংলাদেশ খেলেছে ২১টি টেস্ট তার মধ্যে জয় এনেছে ৬টি। যা বাংলাদেশের কোনো টেস্ট এর অধিনে সর্বউচ্চ। হারতে হয়েছে ১১টি টেস্ট তবে ড্র হয়েছে ৪টি ম্যাচ।

তার অধিনে বাংলাদেশ ৭১টি ওয়ান্ডে খেলে জয় করেছে ২৫টিতে। ২৩টি ম্যাচে বরন করে পরাজয়। সিরিজ জয় ছিলো ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে।

টি-২০ তে ২৯টি খেলে জয় এনেছে ১০টি। পরজয় ছিলো ১৯টি। হাথুরুসিংহা এর বিদায়ের পর বাংলাদেশের কোচ হন স্টিভ রোটস।

আরো পড়ুন>> টাইগারদের কোচ হয়ে ফিরছেন হাথুরুসিংহে

অন্যান্য কোচ

২০১৯ ওয়ান্ডে বিশ্বকাপের আগে দারুন ছন্দে ছিলো বাংলাদেশ। তবে বিশ্বকাপে প্রত্যাশিত পারফমেন্স করতে না পারায় দায়িত্ব হারায় রোটস।

এর পর নতুন দায়িত্ব পান রাসেল ডোমিঙ্গ, যিনি সেচ্ছায় পদত্যাগ করেন ২০২২ সালে। প্রায় সাতে ৩ বছর ধরে বাংলাদেশের সাথে ছিলেন ডোমিঙ্গ। নানা সময় অনেক বির্তকের শিকার হয়েছে তিনি। তবে অবশেষে বিদায় নিয়েছে তিনি।

ডোমিঙ্গ এর অধিনে বাংলাদেশ পর করেছে অনেক গুরুত্বপূর্ণ সময়। ডোমিঙ্গর অধিনে সর্বশেষ বাংলাদেশ টেস খেলে মিরপুরে ভারতের বিপক্ষে।

>> আবারও বাংলাদেশে আসছেন হাথুরু বিস্তারিত

তার কোচিং মোট ২১টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জিতেছে ৩টি এবং ড্র করেছে ২টি, হেরেছে বাকি ১৬টি ম্যাচ। তবে ভালো করেছে ওয়ান্ডে ম্যাচে। ভারতে বিপক্ষে সিরিজ জয় দিয়ে শেষ হয় তার কোচিং।

তার অধিনে বাংলাদেশ ওয়ান্ডে খেলেছে ৩১টি এবং তার মধ্যে জয় এসেছে ২১টিতে। মাত্র ৯টি পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। টেস্টের মতই বাজে পারফমেন্স ছিলো টি-২০তে।

ডোমিঙ্গর অধিনে বাংলাদেশ টি-২০ ম্যাচ খেলেছে ৪৩টি, যার মধ্যে জয় এসেছে ১৭টি। অর্থাৎ মোট ম্যাচের ৪০ শতাংশ নয়। এছাড়াও হাড়তে হয়েছে ২৫টি ম্যাচ। অবশ্য পদত্যাগের আগে টি-২০ এর দায়িত্ব হারান ডোমিঙ্গ।

এজন্য টি-২০ বিশ্বাকপ ২০২২ সালে দায়িত্ব নেন ভারতের শ্রিধরন শ্রিরাম। তিনি ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের টি-২০ এর কোচ হিসেবে থাকতে পারেন।

বর্তমানে টেস্ট এবং ওয়ান্ডে দলের জন্য কোচ নির্বাচন করা হচ্ছে। চণ্ডিকা হাথুরুসিংহা, শ্রিরাম সহ অনেকের নাম ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোড নতুন কোচ খোজার জন্য অবশ্য লম্বা সময় হাতে পাচ্ছে।

বাংলাদেশের পরবর্তী সিরিজ মার্চ মাস ২০২৩ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে প্রধান কোচের কোনো প্রয়োজন নেই। সেই জন্য চণ্ডিকা হাথুরুসিংহা কোচ হিসেবে ফিরবেন কিনা সেটা জনতে সময় লাগবে আরো বেশ কিছুদিন।

>> আবারও বাংলাদেশে আসছেন হাথুরু বিস্তারিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *