অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

অনলাইনে বিক্রি

অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

অনলাইনে বিক্রি
অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

ক্রেতা বাড়ানোর পদ্ধতি বা কিভাবে আমরা ক্রেতা বাড়াতে পারি অনলাইন বিজনেসের ক্ষেত্রে। অনলাইনে ক্রেতা আগের থেকে অনেক বেড়েছে আর পরিবর্তন এসেছে আমাদের ব্যবসার পদ্ধতির মধ্যেও।

বর্তমানে অনলাইনে বিজনেসের ক্ষেত্রে অনেক টেকনিক লক্ষ্য করা যাচ্ছে। আমি কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করবো। ফেইসবুকের গ্রুপের ও পেজের মাধ্যমে নিজের ব্যবসার ক্ষেত্র বাড়ানো বর্তমানে অনেক জনপ্রিয় একটা ব্যবসার পদ্ধতি।

আর এই খানে আপনি নিজের জ্ঞান ও সময় ব্যয় করার মাধ্যমে অনেক বেশি ক্রেতা বাড়াতে পারবেন। অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল।

আরো পড়ুন>> Bitcoin Mining বা বিটকয়েন মাইনিং কি

অনলাইনে বিক্রি
অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

গ্রুপে বা পেজে সময় বেশি দিতে হবে

যাদের বেশিরভাগ কাস্টোমার গ্রুপ থেকে আসে তারা অবশ্যই সেই গ্রুপটাকে মূল্যায়ন করবেন। কোন কারণে পেজে কাস্টোমার আসার পর যদি গ্রুপে আপনি আপডেট না থাকেন তাহলে একটা সময় আপনি উপর থেকে নিচে পড়ে যাওয়ার মত পড়ে যাবেন।

কারণ অনলাইন সেক্টরে অনেক সহজেই যেমন জনপ্রিয় হওয়া যায় তেমনি অনেক সমহজেই জনপ্রিয়তা হারানো যায়। তাই গ্রুপে অন্যরা পোস্ট করলে বা তারা তাদের সমস্যার কথা বললে আপনি বিনয়ীভাবে কমেন্ট করুন। এতে করে ক্রেতারা আপনার প্রতি ভালো ধারণা রাখবে আশা করি।

আরো পড়ুন>> Vande Bharat Express ইঞ্জিন ছাড়া কিভাবে চলে

একাধিক গ্রুপের চাইতে বড় যে কোন একটা গ্রুপ অনুসরণ করুন

আমি একবার একটা সেমিনার থেকে শুনেছিলাম কথাটা তা হলো, “অতি লোভে তাতি নষ্ট” মানে আমরা অনেক সময় অনেক বেশি আর অনেক বেশি ক্রেতা পাওয়ার জন্য অনেকগুলো গ্রুপে একটিভ থাকার চেষ্টা করি কিন্তু একা হওয়ার কারণে কোন গ্রুপেই ভালোমত একটিভ থাকতে পারি না।

হয়তো সাময়িক সুবিধা মনে হলেও রিপিট কাস্টোমারের ক্ষেত্রে বিষয়টা অনেক জটিল। কারণ আপনার আইডিটা গ্রুপে ক্লিক করলেই আপনার সম্পর্কে সব তথ্য পাওয়া যায়। অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

আর আপনি কি ধরনের কমেন্ট করেন বা কি ধরনের পোস্ট করেন সবই বোঝা যায়। ব্যবসার জন্য যেমন ধৈয্য প্রয়োজন তেমনি প্রয়োজন একটা দিকে বা যে কোন একটা বড় গ্রুপেই একটিভ থাকা।

আমরা অনেকেই এই গ্রুপ থেকে মেম্বারগুলোকে নিজের গ্রুপে নিয়ে যাওয়ার জন্য ইনবক্স বা বিভিন্নভাবে চেষ্টা করি। মনে রাখা উচিত নিজের বলার মত গল্প গ্রুপটি সামাজিক দায়বন্ধতার জায়গা থেকে তৈরি ব্যক্তিগত নয় তাই সবাই এটাকে একটা সামাজিক প্লাটফরম হিসেবেই বিবেচনা করার চেষ্টা করবো আশা করি।

আরো পড়ুন>> অনলাইন ব্যবসা করার নিয়ম

ক্রেতাকে ধোকা না দেওয়া

অনেক সময় দেখা যায় একাধিক গ্রুপে একই পোস্ট করার কারণে কোন গ্রুপের মেম্বার ইনবক্স করেছে আর কোন গ্রুপের মেম্বার কত দামের পণ্য এসব বিষয় গুলিয়ে ফেলেন।

সেক্ষেত্রে পরামর্শ হলো একটা গ্রুপেই একটিভ থাকুন যেমন দেখুন, এই গ্রুপে আপনি একটিভ থাকলে আপনার পোস্ট রিচ হবে বেশি তেমনি আপনি লক্ষ ক্রেতা থেকে মাসিক নির্দিষ্ট ক্রেতা অবশ্যই পাবেন।

সব ক্রেতা তো আপনার দরকার হওয়ার কথা না কারণ আমরা সবাই একে অন্যের সহযোগী প্রতিযোগী না। এমন অনেক অডার পাওয়ার পর পণ্যের মানে সমস্যা করে থাকে অনেক বিক্রেতা। অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

আমি কিছুদিন আগেও শুনেছি পণ্য ভালো না দিয়ে সরি বলেছে এসব পরে ভালো দেবে সেটাও বলেছে। এই জিনিসগুলো খারাপ এতে করে একটা কথাই বলার থাকে তা হলো, “ন্যাড়া বেল তলায় বারবার যায় না” এভাবে আপনি ক্রেতা হারাবেন আর নিজের পোস্ট ভালো কমেন্ট বলে বলে করানোর প্রয়োজন হবে বা রিভিও চেয়ে নিতে হবে মন থেকে আসবে না ক্রেতার।

এ ধরনের কাজ কে ধোকার মত বলে কারণ এই গ্রুপে প্রতিটি মেম্বার আমার মতে ভালো আর আমি নিজেও যখন প্রচার করি তখন বলি যে, আমাদের দেশের মধ্যে বেস্ট একটা গ্রুপ এবং যেখাবে সবাই ভালো মানুষ।

আরো পড়ুন>> অনলাইনে পণ্যের বিক্রি বাড়াতে কনটেন্ট তৈরির কৌশল

নির্দিষ্ট সংখ্যক পণ্য নিয়ে কাজ করা

অনলাইন বিজনেসে এই বিষয়টা বর্তমানে অনেক বেশিই দেখা যায় যে, একজন বিক্রেতা একাই অনেকগুলো পণ্য নিয়ে কাজ করে থাকেন।

হ্যা এটা হতে পারে যে, সিজোনাল কিছু প্রডাক্ট তবে আপনি নিজে তৈরি করতে পারেন এমন কিছু ব্যান্ড প্রডাক্ট সেল করার ও সেটাকেই আপনার টপ প্রডাক্ট হিসেবে প্রমোট করার চেষ্টা করলে ক্রেতারা ভালো প্রডাক্ট পাবে আশা করি।

কারণ আমি যেই প্রডাক্টটা নিজে বানাতে পারি বা নিজের প্রডাক্ট সেটা আমার থেকে আর কেউ ভালো দিতে পারবে না বা ভালো মান বলতেও পারবে না।

শহরে যারা থাকেন তারা গ্রামে থাকা কোন ভাইকে সহযোগীতা করে সিস্টেম করিয়ে দিতে পারেন। শহরে থেকে রিসেল করে গ্রামের পণ্য বিক্রি করলে অনেক সময় পণ্যের মান সমস্যা হয়।

বর্তমানে অনলাইন বা ফেইসবুক গ্রুপে বিজনেসের ক্ষেত্রে বিষয় লক্ষ্য করা যাচ্ছে। আপনি শহরে থেকেও বিভিন্ন পণ্য গ্রামের দিকে সেল দিতে পারেন। অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

আমি একজন আপুকে দেখেছিলাম তিনি অনেক ভালো কেক বানান আর তিনি শুধুমাত্র সেটাই তৈরি করতেন প্রথমে অডার কম হলেও বর্তমানে তিনি নিজে একা আর সামলাতে পারেন না।

ঢাকার উত্তরাতে থাকেন তিনি লকডাউনে তার জামাইয়ের চাকরি চলে যাওয়া বা বেতন কমার পর এটা তাকে অনেক সহযোগীতা করেছে। আগে তিনি নিজের জন্য বানাতেন আজকে সেটাই তার একটা শিল্প হয়ে গেছে।

তিনি কিন্তু আরও অনেক পণ্য নিয়ে কাজ করেন না শুধুমাত্র এই একটা পণ্য নিয়ে কাজ করেন। কারণ ভালো পণ্য হওয়ার কারণে যিনি একবার নেন তিনি আরও ৫জনকে বলেন এভাবেই অডার কম থেকে এখন তিনি আর আগের মত সময় পান না ফ্রি থাকার।

নিজেকে নিয়ন্ত্রণ করা

অনেকেই অনেক বেশি সেল করে আমার সেল বেশি হয় না। আরেকজনের পোস্ট করলেই অনেক বেশি রিচ হয় আমারটা হয় না কেন। এসব বিষয়ে অনেক সময় দেখা যায় অনেকেই চিন্তিত।

এই ক্ষেত্রে বলবো নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন কেন আপনার পোস্ট রিচ হয় না সেটা দেখুন আর কেনই বা আপনি ভালো করতে পারছেন না সেটিও গ্রুপের অন্য যারা সেল করছেন তাদের থেকে পরামর্শ নিন কারণ সবাই সহযোগী আমার মতে।

সব সময় সবার সেল বা সবার পোস্ট এক রকম বাড়বে না তাই এই সব বিষয়গুলো নিয়ে নিজেকে দোষ দেওয়া যাবে না। আর অসৎ উপায় অবলম্বন করা যাবে না। অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

অনেক সময় দেখা যায় অনেকেই নিজের পণ্য বেশি সেল করার জন্য বিভিন্ন পদ্ধতি বা অফার দেন যেটা তাৎক্ষণিক ভালো হলেও এসব বিষয় অনেক কৌশলি বা চিন্তা করে নিজেকে নিয়ন্ত্রণ রেখে দেওয়া উচিত।

আপনি একটু চিন্তা করলেই আপনার নিজের ভুলগুলো বুঝবেন আর কোন পণ্য নিয়ে আপনি ভালো করতে পারবেন সেটাও আপনিই ভালো বুঝবেন যদি নিজেকে একটু সময় দেন।

ক্রেতা বাড়ানোর জন্য আরও কিছু পদ্ধতি জানা থাকলেও পোস্ট বড় হয়ে যাওয়ার কারণ আপাতত এই ৫টি বিষয়ই বললাম। আশা করি গ্রুপের যারা সেলার ও যারা ক্রেতা তারা কিছু তথ্য জানতে পারবেন।

কে ভালো বিক্রেতা আর কে ভালো পণ্য নিয়ে কাজ করছেন কার থেকে কোন পণ্য কিনলে ভেজালমুক্ত পাওয়া যাবে রিসেলার হবে না বিষয়টা বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য। অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

শেষ কথা

আশা করি কিভাবে ব্যবসায় বিক্রি বাড়াতে হয় সেই সম্পর্কে বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছেন। নিয়োমিত এমন গুরুত্বপুর্ণ Factotum Explain প্রতিবেদন পেতে আমাদের সাথেই থাকেন। 

>> অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল

>> অনলাইনে বিক্রি বাড়ানোর কৌশল জানুন

>> অনলাইনে বিক্রি 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *